ডিএনসিসির ভেজালবিরোধী অভিযানে জরিমানা

শীর্ষরিপো্র্ট ডটকম। ১৬  জুন ২০১৬

 

ডিএনসিসির ভেজালবিরোধী অভিযানে জরিমানা

ডিএনসিসির ভেজালবিরোধী অভিযানে জরিমানা

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার দুপুরে সংস্থার গুলশান, বনানী এবং মহাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (যুগ্ম-সচিব) মুহাম্মদ নুরুজ্জামান শরীফ।

তিনি জানান, অভিযানে সিটি করপোরেশন ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর আওতায় ১০টি দোকানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এছাড়া, ডিএনসিসির কেন্দ্রীয় বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক ও সংস্থার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. এসএমএম সালেহ ভূঁইয়ার নেতৃত্বে আরো একটি অভিযান হয়। বাজারমূল্য স্থিতিশীল এবং খাদ্য-দ্রব্যে ভেজাল সনাক্তকরণের লক্ষ্যে পরিচালিত ওই অভিযানে কিমিট কৃষিবাজার, সেনপাড়া পর্বতা ও মিরপুর- ১৪ এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির বাজারমূল্য স্থিতিশীল ও দ্রব্যাদির গুণগতমান মোটামুটি মানসন্মত পাওয়া যায় বলে দাবি করেন তিনি। এসময় পরীক্ষার জন্য সেজান ম্যাংগো জুসের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়।

 

 

Related posts