![]() |
ডিএনসিসির ভেজালবিরোধী অভিযানে জরিমানাশীর্ষরিপো্র্ট ডটকম। ১৬ জুন ২০১৬ ![]() ডিএনসিসির ভেজালবিরোধী অভিযানে জরিমানা রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার দুপুরে সংস্থার গুলশান, বনানী এবং মহাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (যুগ্ম-সচিব) মুহাম্মদ নুরুজ্জামান শরীফ। তিনি জানান, অভিযানে সিটি করপোরেশন ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর আওতায় ১০টি দোকানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া, ডিএনসিসির কেন্দ্রীয় বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক ও সংস্থার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. এসএমএম সালেহ ভূঁইয়ার নেতৃত্বে আরো একটি অভিযান হয়। বাজারমূল্য স্থিতিশীল এবং খাদ্য-দ্রব্যে ভেজাল সনাক্তকরণের লক্ষ্যে পরিচালিত ওই অভিযানে কিমিট কৃষিবাজার, সেনপাড়া পর্বতা ও মিরপুর- ১৪ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির বাজারমূল্য স্থিতিশীল ও দ্রব্যাদির গুণগতমান মোটামুটি মানসন্মত পাওয়া যায় বলে দাবি করেন তিনি। এসময় পরীক্ষার জন্য সেজান ম্যাংগো জুসের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |