বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী আফাজ উদ্দিন না ফেরার দেশে চলে গেলেন

বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী আফাজ উদ্দিন না ফেরার দেশে চলে গেলেন

বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী আফাজ উদ্দিন না ফেরার দেশে চলে গেলেন

মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা

শীর্ষরিপো্র্ট ডটকম । ১৭জুন  ২০১৭

মাধবদী ও শেখেরচর বাবুরহাটের বিশিষ্ট ডাইং ও প্রিন্টিং ব্যবসায়ী হাজ্বী আফাজ উদ্দিন (৬৫) চলে গেলেন না ফেরার দেশে। দীর্ঘ ৫ বছর যাবৎ ডায়াবেটিক সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি গত ১৪ জুন বুধবার রাত সাড়ে ৭ টায় মাধবদী থানার মেহের পাড়া ইউনিয়নের দিঘির পার গ্রামে তাঁর নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। (ইন্নালিল¬াহে —– রাজেউন)। তিনি শেখেরচরের পৌলানপুর এলাকার হিরন ডাইং এন্ড প্রিন্টিং এর মালিক থেকে দির্ঘদিন যাবৎ সুনামের সহিত ব্যবসা করে আসছিলেন। মৃত্যু কালে তিনি ৭ পুত্র, ২ কন্যা সন্তান, স্ত্রী ও নাতী নাতনী সহ বহু আত্বীয় স্বজন রেখে গেছেন। নিহতের ছেলে হিরন মিয়া জানায় গত ৮/১০ দিন আগে তিনি মারাতœক অসু¯’ হয়ে পরলে ঢাকার বারডেম হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া অব¯’ায় এক পর্যায়ে বারডেম হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নিশ্চিত করেছিলেন রোগীর অব¯’া বেশী ভালো না যেন বাড়িতে রেখে যত দিন পারা যায় সেবা করে দিতে। এ অব¯’ায় বাড়িতে নিয়ে এলে গত বুধবার রাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুর সংবাদ পেয়ে মাধবদী ও শেখের চর বাবুরহাট এলাকা সহ দুর দুরান্ত থেকে শত শত ব্যবসায়ী ও আতœীয় স্বজন তাকে এক নজর দেখার জন্য তার নিজ বাড়ি মেহের পাড়া ইউনিয়নের দিঘির পার গ্রামে ভীড় জমায়। পর দিন ১৫ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ¯’ানীয় খাল পাড় শাহী ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ শেষে ¯’ানীয় দিঘির পাড় গোর¯’ানে দাফন সম্পন্ন করা হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি ও সর্বস্তরের মানুষ নিহতের জানাজা নামাজে শরিক হয়ে তার আতœার শান্তি কামনা করেন। তার ছেলে হিরন মিয়া উপ¯ি’ত সকলের নিকট তার পিতার জন্য দোয়া কামনা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

 

Related posts