সদাহাস্যজ্বল মানুষ নবাব আলী হাসিব খাঁন

নওয়াব আলী হাসিব খান, পুরো সিলেট বিভাগে যার পরিচিতি। বিভিন্ন সময় যিনি গণমাধ্যমের শিরোনাম হয়েছেন নানামুখী কর্মকাণ্ডের জন্য। তিনি একাধারে সংগঠক আবার রাজনীতিবিদও।

রাজনীতি কিংবা সাংগঠনিক কাজে নয়; হালে তিনি আলোচনায় আছেন মানবিকতার জন্য। দেশে থাকাকালীন পুরোটা সময় অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন নওয়াব আলী হাসিব খান (Nawab Ali Hasib khan)। কখনো তিনি সাধারণ মানুষকে দিয়েছেন স্বাস্থ্য সুরক্ষা-সামগ্রী ও কম্বল, আবার কখনো দরিদ্র মানুষের হাতে তুলে দিয়েছেন খাদ্যসামগ্রী। করোনার শুরু থেকেই মাঠে ছিলেন রাজপথের মানুষ নওয়াব আলী হাসিব খান।

অসহায়-আর্ত-পীড়িত মানুষকে সেবা দিতেন তিনি। এবার বাকি জীবনটা দুস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবো। নওয়াব আলী হাসিব খান (Nawab Ali Hasib khan) যা বলেন, তা-ই করেন। প্রতিশ্রুতি রক্ষায় তিনি সর্বদাই অটল।

করোনাকালীন প্রায় প্রতিদিনই তিনি ছুটে গেছেন নগর কিংবা দূর গ্রামে। কখনো সুরক্ষা-সামগ্রী, আবার কখনো তাঁদের হাতে তুলে দিয়েছেন খাবার। বন্যায় কবলিত অসহায় মানুষের মাঝে দিয়েছেন খাদ্য সামগ্রী। নওয়াব আলী হাসিব খান বর্তমানে মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে আছেন। বিভিন্ন সংগঠন কিংবা ক্লাবের সাথে জড়িত আছেন। নওয়াব আলী হাসিব খান বলেন, “আমি মানুষ কে সেবায় নিয়োজিত হতে চাই। সবার পাশে থেকে সবাইকে সেবা দিতে চাই। এটাই আমার লক্ষ্য।”

 

Related posts