শীর্ষরিপো্র্ট ডটকম । ২২ সেপ্টেম্বর ২০১৬
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন।
এদিন সাক্ষী প্রাইম ব্যাংকের ইভিপি আমজাদ হোসেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোস্তাফা কামাল মজুমদার, প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোল্লা ফরিদ আহম্মেদ, সাবেক রাষ্ট্রদূত খন্দকার আব্দুস সাত্তার, ভূমি উপ-সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সার্ভেয়ার আব্দুল মমিনকে জেরা করেন খালেদার আইনজীবী আব্দুর রেজ্জাক। তাকে সহযোগিতা করে আইনজীবী জিয়াউর রহমান জিয়া।
তাদের জেরা শেষে আদালতে সাক্ষী প্রদান করেন প্রাইম ব্যাংকে প্রধান শাখার ইভিপি ওমর কবির ও সিনিয়ার অফিসার সিরাজুল ইসলাম। তাদের জেরা ও তদন্ত কর্মকর্তাসহ অন্য সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মামলায় ৩৬ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৩০ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।