সাহারা খাতুনের বিরুদ্ধে হাইকোর্টে রিট

শীর্ষরিপো্র্ট ডটকম । ২৬  সেপ্টেম্বর ২০১৬

সাহারা খাতুনের বিরুদ্ধে হাইকোর্টে রিট

সাহারা খাতুনের বিরুদ্ধে হাইকোর্টে রিট

‘আদালতের আদেশ অমান্য করে’ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপিকে উত্তরায় অবস্থিত ঢাকা উইমেন কলেজের সভাপতি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়েছে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই কলেজের গর্ভনিং বডির প্রাক্তন সদস্য বাহাউদ্দিন আহমেদ বাবলুর পক্ষে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

আগামীকাল বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকো্র্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংসদ সদস্যরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবে না মর্মে হাইকোর্টের রায়ে বলা হয়েছে। আদালতের এই আদেশ অমান্য করে গত ৬ সেপ্টেম্বর ঢাকা-১৮ আসনের এমপি অ্যাডভোকেট সাহারা খাতুনকে উত্তরায় ৭ নম্বর সেক্টরে অবস্থিত ‘ঢাকা উইমেন কলেজ’ এর সভাপতি নিয়োগ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ওই কলেজের গর্ভনিং বডির বিগত কমিটির সদস্য বাহাউদ্দিন আহমেদ বাবলু রিট আবেদনটি করেন।

রিট আবেদনে শিক্ষা সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক, ঢাকা উইমেন কলেজের অধ্যক্ষ ও অ্যাডভোকেট সাহারা খাতুনকে বিবাদী করা হয়েছে।

 

Related posts