শীর্ষরিপো্র্ট ডটকম । ২ অক্টোবর ২০১৬
রাজধানীর মতিঝিল থেকে জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সিল ও সিল তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম’র এন্টি স্মাগলিং টিমের সদস্যরা।
শনিবার বিকেলে মতিঝিলের ৯১ ফকিরাপুলেরে একটি বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, মো. হুমায়ুন কবির ডালিম ও মো. খোকন।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয় পুলিশ। তা ব্যক্তিগতভাবে দেয়া অপরাধ। তাও আবার জাল করে। বড় ধরনের জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের কাছ থেকে ১০৬টি জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বাংলাদেশ মানচিত্র এ্যামবুস সিলযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনশক্তি ব্যুরো ট্রেনিং সার্টিফিকেটের ৩৮টি কপি, এসপি ডিএসবি কাউন্টার নকল স্বাক্ষর সিল ১টি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোল সিল ১টি, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের গোল সিল ১টি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নকল সিল ১টি উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে মতিঝিল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিসি মাসুদুর রহমান।