ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ ট্যাম্পাকো মালিকের

শীর্ষরিপো্র্ট ডটকম । ২৬  সেপ্টেম্বর ২০১৬

ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ ট্যাম্পাকো মালিকের

ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ ট্যাম্পাকো মালিকের

টঙ্গীর ট্যাম্পাকোয় অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তবে ওই অ্যাকাউন্ট থেকে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া যাবে বলে জানিয়েছেন আদালত। একই সঙ্গে অগ্নিকাণ্ডর ঘটনায় হতাহতদের কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ড. শরিফ ভূঁইয়া ও ব্যারিস্টার তানিম হোসাইন শাওন।

গত ১০ সেপ্টেম্বর সকালে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার টাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অনেকে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

 

Related posts