বাবুল আক্তারের স্ত্রী হত্যা মামলা ডিবিতে

শীর্ষরিপো্র্ট ডটকম। ৬ জুন ২০১৬

বাবুল আক্তারের স্ত্রী হত্যা মামলা ডিবিতে

বাবুল আক্তারের স্ত্রী হত্যা মামলা ডিবিতে

পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত পুলিশ সুপার ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের সাবেক কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা হত্যা মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

সোমবার দুপুরে আলোচিত এ হত্যার তদন্তভার পুলিশের ওই সংস্থাকে দেয়া হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার রাত ১০টার দিকে পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) ত্রিরতন বড়ুয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

এদিকে মাহমুদা আক্তার মিতু হত্যায় জড়িত সন্দেহে ৪ জন আটকের খবর বিভিন্ন সূত্রে পাওয়া গেলেও পুলিশ কর্মকর্তারা তা স্বীকার করেননি।

উল্লেখ্য, রোববার সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে প্রকাশ্যে ছুরিকাঘাত ও গুলি করে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে খুন করে দুবৃর্ত্তরা।

 

Related posts