শীর্ষরিপো্র্ট ডটকম । ১২ জানুয়ারি ২০১৭
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রধানমন্ত্রীর ভাষণে সমঝোতার আভাস দেখছে না বিএনপি। এতে জাতি হতাশ হয়েছে বলে দাবি করেছেন । প্রধানমন্ত্রীর ভাষণের পর বিএনপির পক্ষ থেকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই দাবি করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে একতরফা দোষারোপের মাধ্যমে একদলীয় ও অগণতান্ত্রিক মানসিকতা ফুটে উঠেছে। বিএনপি মহাসচিব বলেন, সরকারের বৈধতাসহ দেশের প্রধান সংকটগুলো ভাষণে উঠে আসেনি তাই এটি সময়ের চাহিদা মেটাতে ব্যর্থ হয়েছে।