প্রধানমন্ত্রীর ভাষণে বিএনপির প্রতিক্রিয়া


শীর্ষরিপো্র্ট ডটকম । ১২  জানুয়ারি  ২০১৭

প্রধানমন্ত্রীর ভাষণে বিএনপির প্রতিক্রিয়া

প্রধানমন্ত্রীর ভাষণে বিএনপির প্রতিক্রিয়া



দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রধানমন্ত্রীর ভাষণে সমঝোতার আভাস দেখছে না বিএনপি। এতে জাতি হতাশ হয়েছে বলে দাবি করেছেন । প্রধানমন্ত্রীর ভাষণের পর বিএনপির পক্ষ থেকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই দাবি করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে একতরফা দোষারোপের মাধ্যমে একদলীয় ও অগণতান্ত্রিক মানসিকতা ফুটে উঠেছে। বিএনপি মহাসচিব বলেন, সরকারের বৈধতাসহ দেশের প্রধান সংকটগুলো ভাষণে উঠে আসেনি তাই এটি সময়ের চাহিদা মেটাতে ব্যর্থ হয়েছে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft