‘বিএনপিকে নিয়ে জনগণ আতঙ্কে রয়েছে’: ড. হাছান মাহমুদ

শীর্ষরিপো্র্ট ডটকম । ২৯মে  ২০১৭

‘বিএনপিকে নিয়ে জনগণ আতঙ্কে রয়েছে’: ড. হাছান মাহমুদ

‘বিএনপিকে নিয়ে জনগণ আতঙ্কে রয়েছে’: ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপিকে নিয়ে দেশের জনগণ আতঙ্কে রয়েছে বলে মন্তব্য করেছেন ।

সংগঠনের সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি মো. রুহুল আমিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ও আওয়ামী হকার্স লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইয়ার হোসেন।

তিনি বলেন, ‘বিএনপি আবার সরকারের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করার ঘোষণা দিয়েছে। আর তাদের যুদ্ধ হলো সরকার পতনের আন্দোলনের নামে দেশের নিরীহ মানুষকে পেট্রোলবোমা মেরে পুড়িয়ে মারা।’

সোমবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী হকার্স লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে একথা বলেন তিনি।

আওয়ামী হকার্স লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘হকার্স পুনবার্সন চাই’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপিকে নিয়ে আতঙ্কিত হওয়ার কেোন কারণ নেই। কারণ বিএনপি তার ভুল রাজনীতির জন্য নিজের করা গর্তে নিজেই পড়ে গেছে। আর সেখান থেকে তারা উঁকি দিয়ে দেখছে আওয়ামী লীগ চোরাবালিতে আটকে গেছে।’

তিনি বলেন, ‘দেশের সংবিধানে নির্বাচন সহায়ক সরকারের কোনো অস্তিত্ব নেই। আর তাই সংবিধানের বাইরে গিয়ে কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না।’

হকার্সদের পুনর্বাসন বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বের সব উন্নত দেশের মতো আমাদের দেশেও ব্যাপকভাবে হলিডে মার্কেটের ব্যবস্থা করতে হবে। রাজধানীর ১০০টি ওয়ার্ডে ১১০টি থেকে ১২০টি হলিডে মার্কেট প্রতিষ্ঠা করে হকারদের পুনর্বাসন করা উচিত। মানুষের চলাচলের ব্যবস্থা সচল রেখে দিনের যেকোনো নির্দিষ্ট সময়ে হকারদের ফুটপাতে বসার সুযোগ করে দেয়া যেতে পারে। যাতে তারা পরিবার-পরিজন নিয়ে চলতে পারে।’

 

Related posts