শীর্ষরিপো্র্ট ডটকম । ২৭ আগস্ট ২০১৬
নারায়ণগঞ্জের সেই বাড়ির মালিক নূর উদ্দিন দেওয়ান ও তার স্ত্রী-ছেলেসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
শনিবার বিকাল পাঁচটার দিকে তাদের একটি সাদা মাইক্রোবাসে করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন জেলা বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন।
তিনি সাংবাদিকদের বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘দেওয়ান বাড়ি’ নামক নূর উদ্দিনের তিনতলা বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট ও সোয়াট টিম। অভিযানে গুলশানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়।পুলিশের অভিযানে নিহত অন্য দুই জঙ্গির নাম জানা গেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাদের নাম মানিক (৩৫) ও ইকবাল (২৫)। এদের মধ্যে ইকবাল রাজধানীর কল্যাণপুরে পুলিশের অভিযানের সময় পালিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. ইউসুফ আলী এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান- ডিএনএ পরীক্ষা, আঙুলের ছাপ ও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে দেখে তাদের পরিচয় পুরোপুরি নিশ্চিত করা হবে।