দলীয় পরিচয়ে নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৩  নভেম্বর  ২০১৬

দলীয় পরিচয়ে নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ

দলীয় পরিচয়ে নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ

রাজনৈতিক পরিচয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ রিট আবেদনটি দায়ের করেন।

মনজিল মোরসেদ বলেন, রিটে স্থানীয় সরকার (ইউপি নির্বাচন) সংশোধন আইন (২০১৫) এর ২৬ ধারা চ্যালেঞ্জ করা হয়েছে।

এ ছাড়া দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হওয়ার কারণে সহিংসতার মাত্রা বেড়েছে। এ কারণে দলীয় প্রতীকে ইউপি বাতিল চাওয়া হয়েছে।

মন্ত্রী পরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, আইন সচিব, নির্বাচন কমিশনের সচিব, স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

 

 

 

Related posts