তিন ঘন্টা পর জানা গেছে ভবনটিতে চোর প্রবেশ করেছিল

শীর্ষরিপো্র্ট ডটকম । ৬  সেপ্টেম্বর   ২০১৬

তিন ঘন্টা পর জানা গেছে ভবনটিতে চোর প্রবেশ করেছিল

তিন ঘন্টা পর জানা গেছে ভবনটিতে চোর প্রবেশ করেছিল

রাজধানীর গুলশানের একটি ভবন প্রায় তিন ঘন্টা ঘেরাও করে রাখার পর জানা গেছে, সেখানে সম্ভবত চোর প্রবেশ করেছিল। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। ওই ভবনে তল্লাশি শেষে অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান সাংবাদিকদের বলেন, ভেতরে কাউকে পাওয়া যায়নি। কাউকে আটকও করা যায়নি। আমরা দুটো ব্যাগ পেয়েছি। তারা চুরির উদ্দেশ্যে নিয়ে এসেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছি। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে ওই ব্যাগে ১৭টি মোবাইল পায়। সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকা থেকে চলে যায়। মঙ্গলবার সকালে গুলশান-১ নম্বর সেকশনের বীর উত্তম শওকত আলী সড়কের ৫১ নম্বর হোল্ডিং এ কয়েকজন সন্দেহভাজন যুবক প্রবেশ করেছে এমন খবর চাউর হয়। পরে ওই আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ওই ভবনটি প্রায় তিন ঘন্টা ঘিরে রাখে। এসময় গুলশান এলাকায় আতঙ্ক তৈরি হয়।

 

Related posts