শীর্ষরিপো্র্ট ডটকম । ২৪ আগস্ট ২০১৬
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নারী শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমিরসহ পাঁচজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার রাতে র্যাব অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গীর পেশনরোড ও হাজিরপুকুর থেকে তাদের আটক করে। এ সময় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- জেএমবির নারী শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির রাশেদু্জ্জমান সাহাবুদ্দীন, আব্দুল হাই, ফিরোজ ও সাইফুল। এদের মধ্যে রাশেদুজ্জামান সম্প্রতি কানাডা থেকে দেশে আসেন।
র্যাব-১ এর উপঅধিনায়ক মেজর আজম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বয়স ৩৫ এর মধ্যে। ঘটনাস্থল থেকে একটি কম্পিউটার, একটি পিস্তল, দুটি ম্যাগজিন, আট রাউন্ড গুলি, তিনটি ককটেল, প্রচুর বোমা তৈরির সরাঞ্জম, জিহাদী বই, ১৬টি ছুরি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
উত্তরা র্যাব-১ এর কার্যালয়ে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।