শীর্ষরিপো্র্ট ডটকম । ১৯ আগস্ট ২০১৬

খিলগাঁওয়ে পিস্তল-গুলিসহ গ্রেফতার ১
রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার রাতে গোয়েন্দা বিভাগের (পূর্ব) অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতের নাম মো. সাজেদুল ইসলাম। এ সময় ২টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্ত এ.কে.এম শহীদ সরোয়ার্দী ১৭ ও ১৮ই আগস্ট দুই দিনের পুলিশ রিমান্ডে ছিল। তার দেয়া তথ্য মতে অপর আসামি সাজেদুলকে গ্রেফতার ও অস্ত্রগুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।