খালেদা জাগপার ইফতারে প্রধান অতিথি

শীর্ষরিপো্র্ট ডটকম। ১৮  জুন ২০১৬

খালেদা জাগপার ইফতারে প্রধান অতিথি

খালেদা জাগপার ইফতারে প্রধান অতিথি

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার সন্ধ্যায় পবিত্র মাহে রমজানের ১২তম দিন রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালে রাজনীতিক, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে এতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এ ছাড়া আগামী রোববার (১৯ জুন) সোনারগাঁও হোটেলে ২০ দলীয় জোটের আরেক শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইফতার মাহফিলে জোটনেত্রী বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

 

Related posts