|
খালেদা জাগপার ইফতারে প্রধান অতিথিশীর্ষরিপো্র্ট ডটকম। ১৮ জুন ২০১৬ বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সন্ধ্যায় পবিত্র মাহে রমজানের ১২তম দিন রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালে রাজনীতিক, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে এতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়া আগামী রোববার (১৯ জুন) সোনারগাঁও হোটেলে ২০ দলীয় জোটের আরেক শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইফতার মাহফিলে জোটনেত্রী বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |