শীর্ষরিপো্র্ট ডটকম । ৬ অক্টোবর ২০১৬
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর হামলার প্রতিবাদে ।
তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত বদরুলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেয়ার জোর দাবি জানাচ্ছি।
বুধবার দুপুর ২টা ৩০মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজাকে দেখতে এসে তিনি এ দাবি জানান।
ক্ষমতাশীন দলের প্রশ্রয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার কারণেই খাদিজার উপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সারাদেশেই ছাত্রলীগের হাতে নির্যাতিত হচ্ছে সাধারণ মানুষ। এ ধরনের ঘটনাই প্রমাণ করে দেশে আইন-শৃঙ্খলার কত অবনতি হয়েছে।
তিনি আরো বলেন, খাদিজার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা মেয়েটিকে দেখেছি। ডাক্তার বলেছেন, গতকাল রাতে তার রক্ত চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে।