খাদিজার হামলাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি বিএনপির


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৬  অক্টোবর  ২০১৬

খাদিজার হামলাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি বিএনপির

খাদিজার হামলাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি বিএনপির



বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর হামলার প্রতিবাদে ।

তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত বদরুলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেয়ার জোর দাবি জানাচ্ছি।

বুধবার দুপুর ২টা ৩০মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজাকে দেখতে এসে তিনি এ দাবি জানান।

ক্ষমতাশীন দলের প্রশ্রয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার কারণেই খাদিজার উপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সারাদেশেই ছাত্রলীগের হাতে নির্যাতিত হচ্ছে সাধারণ মানুষ। এ ধরনের ঘটনাই প্রমাণ করে দেশে আইন-শৃঙ্খলার কত অবনতি হয়েছে।

তিনি আরো বলেন, খাদিজার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা মেয়েটিকে দেখেছি। ডাক্তার বলেছেন, গতকাল রাতে তার রক্ত চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft