ট্যাম্পাকো মালিক জামিন নিতে হাইকোর্টে

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২১  নভেম্বর  ২০১৬

ট্যাম্পাকো মালিক জামিন নিতে হাইকোর্টে

ট্যাম্পাকো মালিক জামিন নিতে হাইকোর্টে

গাজীপুরের টঙ্গী বিসিক নগরীর ট্যাম্পাকো ফয়েলস কারখানার মালিক বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. মকবুল হোসেন আগাম জামিন নিতে হাইকোর্টে হাজির হয়েছেন।

গত ১০ সেপ্টেম্বর সকালে এই কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ওই অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন মারা যান। আহত হন অর্ধশতাধিক।

ঘটনার পর ট্যাম্পাকো মালিকের বিরুদ্ধে দুটি মামলাও হয়। এরপর ট্যাম্পাকো মালিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন হাইকোর্ট।

১০ সেপ্টেম্বরের পর থেকে ট্যাম্পাকো মালিক কোথায় ছিলেন- সে বিষয়টি স্পষ্ট নয়। সোমবার অনেকটা হঠাৎ করেই আদালতে হাজির হন তিনি।

আইনজীবীদের সূত্রে জানা গেছে, সোমবার সকালের দিকে আদালতে পা রাখেন মকবুল। তবে দুপুরের পরে বিষয়টি জানা যায়।

বিচারপতি একেএম আসাদুজ্জামন এবং বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চে তার জামিন শুনানি হতে পারে বলে এখনো জানা যাচ্ছে।

 

Related posts