শীর্ষরিপো্র্ট ডটকম। ২২ এপ্রিল ২০১৬
৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রিয় কমিটি ঘোষণা করেছে তৃণমূল বিএনপি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
জানা গেছে, তৃণমূল বিএনপিতে ব্যারিস্টার নাজমূল হুদাকে চেয়ারম্যান করা হয়েছে।
এর আগে গত নভেম্বরে তৃণমূল বিএনপি নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন সাবেক মন্ত্রী নাজমুল হুদা। তিনি জানান, পল্টনের মেহেরবা প্লাজায় হবে দলের কার্যালয়। এছাড়া প্রতীক হিসেবে ‘ধানের ছড়া’ চাইবেন।
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে তিনটি দল গড়েছিলেন নাজমুল হুদা। এই হিসেবে ‘তৃণমূল বিএনপি’ তার ‘তৈরি’ চতুর্থ দল।