১/১১ ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিশন গঠনের দাবি মওদুদের

শীর্ষরিপো্র্ট ডটকম । ২১ জানুয়ারি ২০১৭

১/১১ ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিশন গঠনের দাবি মওদুদের

১/১১ ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিশন গঠনের দাবি মওদুদের

২০০৭ সালের ১/১১ ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের এক সাবেক বিচারপতিকে দিয়ে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন রচিত ‘জরুরি আইনের সরকারের দুই বছর (২০০৭-২০০৮)’ শীর্ষক গ্রন্থের মোড়ক উম্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খন্দকার মারুফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেএম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ, বিলকিস জাহান শিরিন, রফিক সিকদার, সাবেক ছাত্রনেতা সর্দার মোহাম্মদ নূরুজ্জামান প্রমুখ।

বইটি প্রকাশ করেছে আহমদ পাবলিশিং হাউজ। কমিশন বাদে বইটির মূল্য ৪০০ টাকা। বইয়ে ওয়ান-ইলেভেনের সময়কার বেশকিছু ঘটনা তুলে ধরে হয়েছে।

মওদুদ বলেন, ওই সরকারের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে বিরাজনীতিকরণ করা। মঈন-ফখরুদ্দিন শুধু খালেদা জিয়ার সঙ্গে নয় বাংলাদেশের সঙ্গেও বিশ্বাস ঘাতকতা করেছে। তারা ওই দুই বছরে দেশের অর্থনীতি, সমাজব্যবস্থা এবং রাজনীতিকে ধ্বংস করেছে। এ বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্তের জন্য আমি একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানাচ্ছি। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে এ কমিশন গঠন করা হবে বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. খন্দকার মোস্তাহিদুর রহমান, অর্থনীতিবিদন ড. মাহবুব উল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিহুল্লাহ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কবি আবদুল হাই শিকদার প্রমুখ।

 

 

Related posts