হানিফের আহ্বান বিএনপির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার

শীর্ষরিপো্র্ট ডটকম। ২৫  মে  ২০১৬

হানিফের আহ্বান বিএনপির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার

হানিফের আহ্বান বিএনপির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার

বিএনপির বিরুদ্ধে সকল ইসলামি সংগঠনকে ঐকবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের ২০তম সম্মেলনকে সফল করার লক্ষ্যে অর্থ উপ-কমিটির এক সভা শেষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ধর্ম নিয়ে আওয়ামী লীগের আচরণ ‘সুবিধাবাদী’ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে  হানিফ বলেন, ধর্মের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। বিএনপি নানান সময় নানান ধরণের মিথ্যাচার করে। এই সকল মিথ্যাচারের মধ্য দিয়ে তারা নিজেদের অপকর্মকে ঢাকতে চায়।

তিনি আরো বলেন, মুসলিম বিশ্বের প্রধান শত্রু হিসাবে চিহ্নিত ইসরায়েলের সাথে বিএনপির নেতারা বৈঠক করে তাদেরকে (ইসরায়েলকে) সব রকমের ব্যাবসা-বাণিজ্যসহ সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাই আমি দেশের ধর্মপ্রাণ মুসলমানদের আহ্বান করেছি, ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলনে নামার জন্য।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।

এর আগে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহর সভাপতিত্বে অর্থ উপ-কমিটিন সঙ্গে অন্যান্য উপকমিটির বৈঠকে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ।

 

Related posts