শীর্ষরিপো্র্ট ডটকম । ৭ মার্চ ২০১৭
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা নাইকো দুর্নীতি মামলা স্থগিত করেছেন হাইকোর্ট। একই বিষয়ে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে এ মামলা।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি শেখ আব্দুল আওয়াল এবং বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
হাইকোর্টের এই আদেশের বিষয়ে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার সানজিত সিদ্দিকী।
আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ । অপরদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।