শীর্ষরিপো্র্ট ডটকম । ৮ সেপ্টেম্বর ২০১৬
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পদক জাতীয় যাদুঘর থেকে সরানোর ঘটনাকে কুরুচিপূর্ণ বলে মন্তব্য করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এমন মন্তব্য করেন সংগঠনটির সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
তারা বলেন, সরকার নামধারী একটি গোষ্ঠী কতটা বিদ্বেষপূর্ণ আর পরশ্রীকাতর হলে দেশের মহান স্বাধীনতার ঘোষক আর জননন্দিত রাষ্ট্রপতির পদক নিয়ে এতটা কুরুচিপূর্ণ আচরণ করতে পারে। এই স্বৈরাচারী সরকার বর্তমানে দেশের মতো স্বাধীনতাটাকেও তাদের পৈতৃক সম্পত্তি বানিয়ে নিয়েছে। তাদের দল করলে মুক্তিযোদ্ধা আর অন্যদল করলে তুমি কেউ না এই নীতি অনুসরণ করে চলছে। কিন্তু ইতিহাস কখনো ভুল করে না। এই অবৈধ সরকারের হিংসাত্মক কর্মকাণ্ডের বিচার ইতিহাসের নিক্তিতে এক দিন ঠিকই হবে।
বিবৃতিতে ছাত্রদলের দুই শীর্ষ নেতা আরো বলেন, প্রশাসন আর ক্ষমতার বলে এই অবৈধ সরকার ইচ্ছেমতো দেশ আর স্বাধীনতার ইতিহাস নিয়ে যাচ্ছেতাই করছে। কিন্তু এসব করে তারা কোনোভাবেই পার পাবে না। এসব কর্মকাণ্ডের জন্য এই দেশের মাটিতে একদিন তাদেরও বিচার হবে।
তারা অবিলম্বে সরকারকে এসব বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ করারও আহ্বান জানান।