শীর্ষরিপো্র্ট ডটকম । ২৮ ডিসেম্বর ২০১৬
৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস দাবি করে এ উপলক্ষে ৭ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।
বুধবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচির কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, এই দিবস উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়া সারা দেশে কালো পতাকা মিছিল, মুখে কালো কাপড় পরিধান ও বুকে ব্যাজ ধারণ কর্মসূচিও পালন করা হবে।
সমাবেশের অনুমতি পেতে যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন জানিয়ে রিজভী বলেন, সমাবেশ সফল করতে সবব ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে।