সোমবার রাষ্ট্রপতির সঙ্গে ন্যাপের সংলাপ

শীর্ষরিপো্র্ট ডটকম । ১৩  জানুয়ারি  ২০১৭

সোমবার রাষ্ট্রপতির সঙ্গে ন্যাপের সংলাপ

সোমবার রাষ্ট্রপতির সঙ্গে ন্যাপের সংলাপ

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপকে বঙ্গভবনে ডাকা হয়েছে। ন্যাপের প্রতিনিধিদের সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে ১৬ জানুয়ারি।

বৃহস্পতিবার বিকেলে ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাষ্ট্রপতির কার্যালয় থেকে আজ দুপুরে ন্যাপকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয়া হয়েছে। শনিবারের মধ্যে ন্যাপ থেকে প্রতিনিধি দলের কারা সংলাপে অংশ নিবেন তা বঙ্গভবনে চিঠির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি।

ইতোমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দল সংলাপ করেছেন রাষ্ট্রপতির সঙ্গে। এছাড়া যেসব দল এখনও সংলাপের আমন্ত্রণ পায়নি তারাও রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে লিখিত আবেদনের পর অপেক্ষায় রয়েছেন।

প্রসঙ্গত, বিএনপি সমর্থিত ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

 

Related posts