শীর্ষরিপো্র্ট ডটকম । ৯ জানুয়ারি ২০১৭
ডিএমপি হয়তো বিএনপির সমাবেশ ঘিরে কোন সহিংসতার আশঙ্কা করেছিল, তাই তাদের সমাবেশের অনুমতি দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
৯ জানুয়ারি সোমবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভার মঞ্চ পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
সমাবেশ নিয়ে সরকার দ্বৈতনীতি করছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “সমাবেশের অনুমতি দেয়া না দেয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিষয়। এখন তারা (ডিএমপি) নৈরাজ্যের (বিএনপির সমাবেশ ঘিরে) আভাস ইঙ্গিত পেয়েছেন কিনা? আমারতো মনে হয় সে রকম কোন বিষয় থেকে তারা অনুমতি দেন নি। অতীতে দেখা গেছে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের নামে সহিংসতা করেছিল এখানেও সেরকম কিছু ছিল কিনা সেটা ডিএমপি জানেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আমরা (আওয়ামী লীগ) এখানে যারা আছি তারা অনুমোদন দেয়ার কেউ না।”
আগামীকালের জনসভায় প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন উল্লেখ করে তিনি বলেন, জাতীয় সম্মেলনের পরেই এটাই আমাদের কোন জনসভা, আর তাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখানে নীতি নির্ধারণিপূর্ণ বক্তব্য রাখবেন। একদিকে আমাদের উন্নয়নের মহাসড়কে অভিযাত্রা, আরেকদিকে এগিয়ে যাওয়ার পথে কিছু বাধা আছে, যেটা আসতে পারে সাম্প্রদায়িক উগ্রবাদ থেকে। এ শক্তিকে প্রতিহত ও পরাজিত করার আহ্বানও তিনি আগামীকালের বক্তব্যে করতে পারেন বলে আমি আশা করি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামীকালের জনসভা নিয়ে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে ঢাকা ও তার আশপাশ থেকে কয়েক লাখ মুজিবপ্রেমী লোকের স্বতঃস্ফূর্ত সমাগম হবে।