সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নববর্ষ পালন খালেদা জিয়ার

শীর্ষরিপো্র্ট ডটকম । ১৫ এপ্রিল  ২০১৭

সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নববর্ষ পালন খালেদা জিয়ার

সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নববর্ষ পালন খালেদা জিয়ার

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নববর্ষ পালন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার দুপুর পর্যন্ত গুলশানের বাসভবন ফিরোজাতে অবস্থান করার পর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টা কাটিয়েছেন দলের নেতাকর্মীদের সঙ্গে।

জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর বৈশাখী উদযাপনে অংশ নিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পহেলা বৈশাখ পালন করেছেন তিনি।

শুক্রবার বিকেলে নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস কর্তৃক আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বেগম জিয়া। প্রতিবছর বাংলা নববর্ষের প্রথম দিনে এমন উৎসবের আয়োজন করে জাসাস।

বিকেল সাড়ে ৪টার খানিক পরে নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থিত অস্থায়ী মঞ্চে খালেদা জিয়ার আগমনে উজ্জীবিত হয়ে উঠেন অংশ নেয়া হাজারো নেতাকর্মী। সর্বস্থরের নেতাকর্মীদের সঙ্গে বাঙালি সংস্কৃতির বিভিন্ন উপস্থাপনা উপভোগ করেন তিনি।

এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীদের বিভিন্ন উপস্থাপনায় মুগ্ধ খালেদার মুখে ছিল হাসি। অনুষ্ঠানে এসে বক্তব্যও দিয়েছেন তিনি।

তবে সকালে ঘুম থেকে উঠার পর থেকে দুপুর পর্যন্ত অন্যান্য দিনের মতোই নতুন বছরের প্রথম দিন অতিবাহিত করেন তিনি। চেয়ারপারসনের বাসভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি আরো জানায়, সকালে ঘুম থেকে উঠার পর স্বভাবতই প্রতিদিনের মতো পছন্দের আইটেম দিয়ে নাস্তা করেছেন তিনি। তবে পান্তা ইলিশ খেয়েছেন কি না সে বিষয়ে কিছুই জানা যায়নি। এরপর দুপুরের খাবার শেষে নয়াপল্টনের উদ্দেশ্যে রওনা করেন। সন্ধ্যার পর বাসভবনে ফিরে যান খালেদা জিয়া।

 

Related posts