সম্পত্তির লোভে হাসপাতালে ঢুকে বাবাকে হত্যার চেষ্টা! [ভিডিও]

শীর্ষরিপো্র্ট ডটকম । ১৩  আগস্ট ২০১৬

সম্পত্তির লোভে হাসপাতালে ঢুকে বাবাকে হত্যার চেষ্টা! [ভিডিও] শীর্ষরিপো্র্ট ডটকম । ১৩ আগস্ট ২০১৬ সম্পত্তির লোভে হাসপাতালে ঢুকে নিজের বাবাকে হত্যার চেষ্টা করলো চিকিৎসক মেয়ে। তবে ওই সময় নার্সরা রুমে ঢোকায় বেঁচে গেছেন হতভাগা বাবা। খুনের যে কৌশল হাতে নিয়েছিল তার পুরোটাই হাসপাতালে থাকা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়ে। এমনই ঘটনা ঘটেছে ভারতের চেন্নাইয়ে। ভারতীয় গণমাধ্যমের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিএউ-তে ভর্তি ছিলেন ওই বৃদ্ধ। হাসপাতালটি ছিল তারই ছেলের। অসুস্থ্য বাবার সঙ্গে ব্যক্তিগত কথা আছে এই অজুহাতে ওই বৃদ্ধের মেয়ে আইসিইউতে ঢোকেন। সঙ্গে ছিলেন তার দুই ছেলে। হাসপাতালটির মালিক যেহেতু তার ভাইয়ের তাই ভেতরে যেতে কোনো অনসুবিধা হয়নি। ওই নারী নিজেও চিকিৎসক। ঘরে ঢুকেই শয্যাশায়ী বাবাকে সম্পত্তির দলিলে সই করার হুমকি দেন। বৃদ্ধ প্রথম পাতাতে সই করলেও বাকিগুলোতে জোর করে টিপ সই করিয়ে নেন ওই নারী ও তার দুই সন্তান। তার পরেই দেখা যায় ওই মেয়ে তার বাবার ইন্ট্রাভেনাস ড্রিপটি খুলে দেন, এমনকী লাইফ সাপোর্টও খুলে দিয়ে বৃদ্ধকে কৌশলে মেরে ফেলার চেষ্টা করেন। পুরো ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। আর এই সেই ফুটেজের ভিত্তিতেই বোনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন তার ভাই। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলেও বিষয়টি জানান তিনি।

সম্পত্তির লোভে হাসপাতালে ঢুকে বাবাকে হত্যার চেষ্টা! [ভিডিও]

সম্পত্তির লোভে হাসপাতালে ঢুকে নিজের বাবাকে হত্যার চেষ্টা করলো চিকিৎসক মেয়ে। তবে ওই সময় নার্সরা রুমে ঢোকায় বেঁচে গেছেন হতভাগা বাবা।

খুনের যে কৌশল হাতে নিয়েছিল তার পুরোটাই হাসপাতালে থাকা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়ে।

এমনই ঘটনা ঘটেছে ভারতের চেন্নাইয়ে।

ভারতীয় গণমাধ্যমের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিএউ-তে ভর্তি ছিলেন ওই বৃদ্ধ। হাসপাতালটি ছিল তারই ছেলের।

অসুস্থ্য বাবার সঙ্গে ব্যক্তিগত কথা আছে এই অজুহাতে ওই বৃদ্ধের মেয়ে আইসিইউতে ঢোকেন। সঙ্গে ছিলেন তার দুই ছেলে। হাসপাতালটির মালিক যেহেতু তার ভাইয়ের তাই ভেতরে যেতে কোনো অনসুবিধা হয়নি।

ওই নারী নিজেও চিকিৎসক। ঘরে ঢুকেই শয্যাশায়ী বাবাকে সম্পত্তির দলিলে সই করার হুমকি দেন। বৃদ্ধ প্রথম পাতাতে সই করলেও বাকিগুলোতে জোর করে টিপ সই করিয়ে নেন ওই নারী ও তার দুই সন্তান।

তার পরেই দেখা যায় ওই মেয়ে তার বাবার ইন্ট্রাভেনাস ড্রিপটি খুলে দেন, এমনকী লাইফ সাপোর্টও খুলে দিয়ে বৃদ্ধকে কৌশলে মেরে ফেলার চেষ্টা করেন।

পুরো ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। আর এই সেই ফুটেজের ভিত্তিতেই বোনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন তার ভাই। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলেও বিষয়টি জানান তিনি।

 

Related posts