ভারতে কারাগারে ৬০০ বন্দির মৃত্যু

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৯  ডিসেম্বর  ২০১৬

ভারতে কারাগারে ৬০০ বন্দির মৃত্যু

ভারতে কারাগারে ৬০০ বন্দির মৃত্যু

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ভারতে পুলিশি জিম্মায় ৪ বছরে অন্তত ৬০০ বন্দি নিহত হয়েছে। ২০১০ থেকে ২০১৫ সালে পুলিশের হাতে এসব বন্দির প্রাণহানি ঘটেছে। এ সময়ে বন্দির মৃত্যুর জন্য কোনো পুলিশ সদস্য দোষী সাব্যস্ত হয়নি।

সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি বলছে, ভারতীয় পুলিশ শারীরিক অসুস্থতা, পলায়নের চেষ্টা, আত্মহত্যা ও দুর্ঘটনার কারণে বন্দিরা মারা গেছে বলে দাবি করেছে।

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, কারাগারে নির্যাতনের কারণে এসব বন্দির মৃত্যু হয়েছে। তবে ভারতীয় কর্মকর্তারা এ মানবাধিকার সংস্থাটির দাবি নাকচ করে দিয়েছে।

 

Related posts