শেয়ারবাজারে মূল্য সূচকের বড় উত্থান

শীর্ষরিপো্র্ট ডটকম । ৮  জানুয়ারি  ২০১৭

শেয়ারবাজারে মূল্য সূচকের বড় উত্থান

শেয়ারবাজারে মূল্য সূচকের বড় উত্থান

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ ফেব্রুয়ারি) উভয় শেয়ারবাজারে মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৯৬ পয়েন্ট বেড়েছে। এছাড়া অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স বেড়েছে ২০০ পয়েন্ট।

দেশের উভয় শেয়ারবাজারে মূল্য সূচকের বড় উত্থানের পাশাপাশি বেড়েছে লেনদেনও। ডিএসইতে লেনদেন হয়েছে ৮৯৮ কোটি ৭৪ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ২৭৮ কোটি ৪২ লাখ টাকা বেশি। এ নিয়ে টানা দুই কার্যদিবস বাজারে মূল্য সূচক ও লেনদেন বাড়লো।

এর আগে অনেকটা ধারাবাহিকভাবে বেড়ে ২৩ জানুয়ারি লেনদেন ২১শ` কোটি টাকা ছাড়িয়ে যায়। তবে এরপর থেকে ডিএসইতে টানা ১০ কার্যদিবস লেনদেন কমে। লেনদেন কমে ৫শ’ কোটি টাকার ঘরে নেমে আসে। সেই সঙ্গে মূল্য সূচকেও বড় পতন ঘটে।

বাজার পর্যালোচনায় দেখা য়ায়, বুধবার ডিএসইতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যহত থাকে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ দিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮১টির শেয়ার ও ইউনিটেরই দাম বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সেন্ট্রাল ফার্মার শেয়ার। প্রতিষ্ঠানটির ৩৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা এএফসি অ্যাগ্রোর ২৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।

লেনদেনে এরপর রয়েছে- এসআই ফরমুলেশন, অ্যাপোল ইস্পাত, ইসলামী ব্যাংক, আইডিএলসি, আরএসআরএম স্টিল, লংকাবাংলা ফাইন্যান্স এবং আরএকে সিরামিক।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ২০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৯১ পয়েন্টে। এ দিন সিএসইতে ৫১ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ২১৯টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টি।

 

Related posts