শেষ প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৯  ডিসেম্বর  ২০১৬

 

শেষ প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

শেষ প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার)। ওই দিন নারায়ণগঞ্জবাসী ভোটের মাধ্যমে বেছে নেবেন তাদের পছন্দের প্রার্থী।

এদিকে শেষ সময়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে রাজধানীর পাশে এ বন্দর নগরীতে।

নাসিক নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ১২টায়। শেষ সময়ে নগরীর প্রতিটি অলিগলি, পাড়া-মহল্লায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। গণসংযোগ-জনসংযোগকে কেন্দ্র করে সরগরম পুরো নগরী। প্রচারণায় ঘরে ঘরে ভোটারের দ্বারস্থ হচ্ছেন প্রার্থীরা। ভোট চাচ্ছেন, সঙ্গে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে পুরো নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রথমবারের মতো দলীয় প্রতীকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী ২০ ডিসেম্বর (মঙ্গলবার) রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থী ও সমর্থকরা।

আজ (সোমবার) নগরীর চাষাঢ়া এলাকায় মিনা বাজারে ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী পপি রানী সরকার সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় পপি রানীর সমর্থক উৎপল সরকার বলেন, নির্বাচনের বাকি আর অল্প কিছু সময়। তাই আমরা সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছি। বিভিন্ন এলাকায় মানুষের কাছে গিয়ে দোয়া চাচ্ছি।

সব কিছু ঠিক থাকলে সুন্দর পরিবেশে নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

মীনা বাজার এলাকার চায়ের দোকানদার আওয়াল আলী বলেন, সকাল থেকে একের পর এক প্রার্থী দোকানে এসে সবার কাছে ভোট চেয়ে দোয়া নিচ্ছেন। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সবাই এখন শুধু ভোটারদের কাছে ছুটছেন কিন্তু নির্বাচন হয়ে গেলে আর কোনো খবর থাকে না।

এদিকে শেষ মুহূর্তের প্রচারণায় গতকাল রোববার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর আমলাপাড়ায় গণসংযোগ করেছেন। আজ (সোমবার) বিকেলে জনসংযোগের উদ্দেশ্যে তিনি বের হবেন বলে জানা গেছে।

অন্যদিকে নির্বাচনী প্রচারণায় দম ফেলার ফুসরত পাচ্ছেন না বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। গতকাল সোমবার বন্দরের ২৫, ২৬, ২৭ নং ওয়ার্ডের লক্ষণখোলা, রামনগর, চাপাতলী, কুড়িপাড়া এলাকায় প্রচারণা চালিয়েছেন তিনি। আজও জনসংযোগে ব্যস্ত সময় কাটাবেন বলে তার সমর্থকরা জানান।

 

জানা গেছে, নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসন মিলে মোট ২০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউনিন্সলর পদে ১৫৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৮ জন। আর ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৯৩১। যার মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ এবং নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯।

 

Related posts