শনিবার বিএনপির বিক্ষোভ জিয়ার পদক সরানোর প্রতিবাদে

শীর্ষরিপো্র্ট ডটকম । ৮  সেপ্টেম্বর   ২০১৬

bnpজাতীয় জাদুঘর থেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদক সরানোর প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরিয়ে নেয়াকে নিকৃষ্টতম ও খারাপ নজির বলে উল্লেখ করে সরকারের এমন উদ্যোগের সমালোচনা করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, যারা মহান স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করে তারা পক্ষান্তরে স্বাধীনতা যুদ্ধকেই অস্বীকার করে।

তিনি বলেন, যারা শুধুমাত্র আদালতের রায়কে কেন্দ্র করে জিয়ার পদক সরিয়ে নেয় এবং মাজার সরিয়ে নেয়ার চেষ্টা করে তারাই মূলত স্বাধীনতাবিরোধী।

 

Related posts