শীর্ষরিপো্র্ট ডটকম। ২৯ জুলাই ২০১৬
‘ইসলামের আলোকে জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক এক গোল টেবিল আলোচনার আয়োজন করেছে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের উদ্যোগে শনিবার সকাল দশটায় এ সেমিনার অনুষ্ঠিত হবে।
শুক্রবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান এইচ টি ইমাম সভায় সভাপতিত্ব করবেন।