শীর্ষরিপো্র্ট ডটকম। ২৫ জুলাই ২০১৬
রাজধানীর পল্লবী থানার নাশকতার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৩ আগস্ট দিন ধার্য করেন আদালত।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- খালেদা জিয়ার বিশেষে সহকারী শিমুল বিশ্বাস, সাবেক এমপি সৈয়দা আশরাফি পাপিয়া, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
বিএনপির আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, পল্লবী থানার বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৮ জন জামিনে রয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালে জানুয়ারি মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে এ মামলাটি দায়ের করেন পুলিশ। ২০১৬ সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ।