শীর্ষরিপো্র্ট ডটকম । ১৮ আগস্ট ২০১৬
নাশকতার পাঁচ মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন বিএনপির সিনিয়ার যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবার মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি।
পল্লবী থানার দুটি, রমনা, মতিঝিল ও মহানগর দায়রা জজ একটি করে মামলায় আত্মসমর্পণ করেছেন বিএনপির এ নেতা।
রিজভীর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, নাশকতার পাঁচ মামলায় বিএনপির সিনিয়ার যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন মহানগর দায়রা জজ আদালতে।