শীর্ষরিপো্র্ট ডটকম । ১৮ ডিসেম্বর ২০১৬
নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক শেষ হয়েছে। আজ বিকেলে সাড়ে চারটায় বঙ্গভবনে বৈঠকটি শুরু হয়।
এর আগে আজ রোববার বেলা ৩টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।
গত ১৫ ডিসেম্বর বঙ্গভবনে বিএনপির পক্ষ থেকে পাঠানো প্রথম তালিকায় যে ১০ সদস্যের প্রতিনিধিদলের নাম দেয়া হয়েছিল, দুজন বাদে বাকিরা বৈঠকে অংশ নিচ্ছেন।