রাজাকার ও জঙ্গিদের সঙ্গে নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না : তথ্যমন্ত্রী

শীর্ষরিপো্র্ট ডটকম । ২০ জানুয়ারি ২০১৭

রাজাকার ও জঙ্গিদের সঙ্গে নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না : তথ্যমন্ত্রী

রাজাকার ও জঙ্গিদের সঙ্গে নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না : তথ্যমন্ত্রী

নির্বাচন ও গণতন্ত্রের প্রস্তাব নিয়ে আলোচনা পরে। তিনি বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, আগে জামায়াত, রাজাকার ও জঙ্গি ছাড়–ন। জামায়াত, রাজাকার ও জঙ্গিদের সঙ্গে নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না।
তথ্যমন্ত্রী বলেন,তত্ত্বাবধায়ক সরকারের বিধান আদালত নাকচ করে দেয়ার পরে অনির্বাচিত সরকার গঠনের আর কোন অবকাশ বাংলাদেশে নেই বলেছেন, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু,।
তিনি বলেন, বিএনপির নেতৃবৃন্দের নির্বাচনকালীন সরকার বা অনির্বাচিত অন্তবর্র্তীকালীন সরকার গঠনের প্রস্তাব নির্বাচন ভন্ডুল করার প্রস্তাব।
তথ্যমন্ত্রী আজ শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে গণতান্ত্রিক উপায়ে ইসি গঠন না হলে বিএনপি আন্দোলনে নামবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান পুলিশ সুপার প্রলয় চিসিম, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জাসদ নেতা-কমীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি মিরপুর ও ভেড়ামারার বিভিন্ন কর্মসূচিতে যোগদেন।

 

Related posts