রাজনীতি ও সমাজে আদর্শবাদী ধারা ফিরিয়ে আনার আহ্বান: সিপিবি

শীর্ষরিপো্র্ট ডটকম । ১২  আগস্ট ২০১৬

রাজনীতি ও সমাজে আদর্শবাদী ধারা ফিরিয়ে আনার আহ্বান: সিপিবি

: সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা বলেছেন, রাজনীতি ও সমাজে আদর্শবাদী ধারা ফিরিয়ে না আনতে পারলে তরুণ সমাজকে হতাশামুক্ত করা যাবে না। এজন্য একই ধারার শিক্ষা ব্যবস্থা চালু এবং পরিকল্পিত শিক্ষা ও বিকশিত জীবনের নিশ্চয়তার লক্ষ্যে পুরো ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।

বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টন মোড়ে সিপিবি পল্টন শাখার সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত সন্ত্রাস-সাম্প্রদায়িক-জঙ্গিবাদবিরোধী সমাবেশে এসব কথা বলেন তারা।

সিপিবি পল্টন শাখার সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য বিকাশ সাহা, ঢাকা কমিটির সদস্য সেকেন্দার হায়াত, অভিনেত্রী সুমনা সোমা, সিপিবি পল্টন থানার সভাপতি অ্যাড. এম এ তাহের, বাংলাদেশ হকার্স ইউনিয়ন আহ্বায়ক আব্দুল হাসেম কবির, পল্টন থানা কমিটির সদস্য পুষ্পেন রায়, শাখার নেতা শাহিনুর আল-আমিন প্রমুখ।

 

Related posts