শীর্ষরিপো্র্ট ডটকম । ২০ মার্চ ২০১৭
ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন ঐতিহ্যবাহী হলেও জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এমন ভবনসমূহ ভাঙ্গার ক্ষেত্রে আরোপিত সরকারী বিধি-নিষেধ রয়েছে উল্লেখ করে এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
আজ রোববার সকালে ধলপুর ক্লিনার কলোনীতে মেয়র সাঈদ খোকন নিজেই হাতুড়ী দিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ ভবনসমূহ ভেঙে ফেলার কার্যক্রম উদ্বোধন করেন। এসময় তিনি উপরোক্ত হস্তক্ষেপ কামনা করেন। রাজধানীর শাখারী বাজার, তাঁতীবাজার, দয়াগঞ্জ শ্যামবাজার, লালকুঠিসহ বিভিন্ন এলাকার জরাজীর্ন ভবন রয়েছে।
সামান্য কারনে বা ভূমিকম্পে এসব ভবন ভেঙ্গে ব্যাপক প্রাণহানী ও সম্পদের ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। কিন্তু সরকারী বিধি-নিষেধের কারনে এসব ভবন ভাঙা যাচ্ছে না। তিনি বলেন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমার কাছে ঐতিহ্যও জরুরী হলেও জননিরাপত্তা আরো বেশি জরুরী। ইউরোপের মত দেশে ঐতিহ্যবাহী কিন্তু ঝুঁকিপূর্ণ ভবনসমূহের সম্মুখ অংশ সংরক্ষণ করে পেছনের অংশ সংস্কার করা হয়ে থাকে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন ঢাকা নিউমার্কেট, বনলতা মার্কেট অত্যধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে উল্লেখ করে বলেন, ইতোপূর্বে মার্কেট কমিটি নিজেরাই এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানিয়েছিল। তারা এ বিষয়ে ব্যবস্থা না নিলে ডিএসসিসি শীঘ্রই এ মার্কেট দু’টির ব্যাপারে ব্যবস্থা নেবে বলে মেয়র সাঈদ খোকন উল্লেখ করেন।
ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার সময় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. শেখ সালাউদ্দিন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজউক এবং ডিএসসিসি’র হিসাবমতে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১০৯টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। এরমধ্যে ডিএসসিসি’র ১৯টি ভবনের মধ্যে ইতোমধ্যে ধলপুরে ৩টি, দয়াগঞ্জে ২টি ও সূত্রাপুরে ২টি ভবনসহ মোট ৭টি ভবন ভেঙ্গে ফেলা হয়েছে। আজ ধলপুরে ৪টি ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে সর্বশেষ ঝুঁকিপূর্ণ ভবনটি ভাঙার কাজ শুরু হলো।
ব্যক্তিমালিকানাধীন ভবনসমূহ নিজ উদ্যোগে স্বল্পতম সময়ে ভেঙে ফেলার জন্য নোটিশ দেয়া হবে অন্যথায় ডিএসসিসি’র পক্ষ থেকে এ বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান মেয়র সাঈদ খোকন।রাজধানীর ব্যক্তিমালিকানাধীন ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিজ উদ্যোগে স্বল্পতম সময়ে ভেঙে ফেলার জন্য নোটিশ দেয়া হবে জানিয়ে মেয়র বলেন, অন্যথায় ডিএসসিসি’র পক্ষ থেকে এ বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।