মূত্রথলির টিউমারের লক্ষণ কী?

শীর্ষরিপো্র্ট ডটকম। ২০  জুন ২০১৬

মূত্রথলির টিউমারের লক্ষণ কী?

মূত্রথলির টিউমারের লক্ষণ কী?

মূত্রথলির টিউমার বেশ জটিল সমস্যা। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ২৪২২তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক আশরাফ উদ্দিন মল্লিক। বর্তমানে তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।

প্রশ্ন: মূত্রথলির টিউমারের লক্ষণগুলো কী?

উত্তর: মূত্রথলির ভেতরে যে দেয়াল আছে, সেখানে কোনো টিউমার হলে একে মূত্রথলির টিউমার বলে। এই টিউমার দুই রকম হতে পারে। একটি হলো বিনাইন, আরেকটি হলো ম্যালিগনেন্ট। বিনাইনটা অপ্রচলিত। সাধারণত ম্যালিগনেন্টটাই হয়। প্রধান লক্ষণ হলো রক্ত যাবে। রক্তটা চোখে দেখাও যেতে পারে, নাও যেতে পারে। যখন দেখা যায় তখনই দেখা যায় চিকিৎসকের কাছে দৌড়ে আসে। তবে যখন দেখা যায় না তখন আসে না। হয়তো বা প্রস্রাবে একটু জ্বালাপোড়া বা এই জাতীয় বিষয় আছে। এটা প্রধান সমস্যা হয় যে রক্ত যাওয়া। এটাই মূল লক্ষণ।

প্রশ্ন: সঙ্গে কি আর কোনো লক্ষণ থাকতে পারে?

উত্তর: থাকতে পারে। যদি বড় হয়ে যায়, পেটে একটু শক্ত লাগবে। চাকা অনুভব হতে পারে। প্রস্রাবের টিউমার যদি মূত্রথলির মুখের কাছে হয়, হঠাৎ করে তার প্রস্রাব বন্ধ হয়ে যায়। তখন ভুক্তভোগীরা আমাদের কাছে আসে। আমরা তখন তাদের অভিযোগ শুনি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিই।

 

Related posts