শীর্ষরিপো্র্ট ডটকম । ৬মে ২০১৭
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বানিয়ে বানিয়ে তোতা পাখির মতো মিথ্যাচার করছেন। তারা (বিএনপি) গণতন্ত্র ও দুর্নীতির কথা বলেন। বিএনপির নেতাদের মুখে দুর্নীতির কথা মানায় না। দেশের মানুষ জানে কারা দুর্নীতিবাজ। ভাঙা সুটকেস থেকে কিভাবে একের পর এক লঞ্চ বের হয়েছে তা এ দেশের মানুষ দেখেছে বলেছেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
শুক্রবার জেলার কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ’তে পেশাজীবী চালকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঢাকা জেলা পুলিশের সহযোগিতায় বিআরটিএ ঢাকা জেলা সার্কেল এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় দেড় শতাধিক পেশাজীবী চালক অংশ নেন। ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান মো. মশিয়ার রহমান।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি’র মুখে গণতন্ত্রের বুলি বছরের সেরা তামাশা। তারা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বহু সেনা অফিসারের রক্ত স্রোতের ওপর দাঁড়িয়ে ‘কারফিউ গণতন্ত্র’ চালু করেছিল। তিনি বলেন, বিএনপির মুখে দুর্নীতির অপবাদ, ভূতের মুখে রাম নাম। দুর্নীতির দায়ে তাদের রাজপুত্র (তারেক রহমান) ৯ বছর ধরে টেমস নদীর ধারে পালিয়ে আছেন।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আজ গণতন্ত্রের কথা বললেও বহুদলীয় গণতন্ত্রের নামে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছিল। রাজাকার আল বদরদের মন্ত্রী বানিয়ে আমাদের পতাকাকে অসম্মান করেছে। কারফিউ গণতন্ত্র থেকে তারা নির্বাচন বানচালের নামে ২০১৪ সালের ৫ জানুয়ারি গণতন্ত্রকে হত্যার নীল নকশা করেছিল।