শীর্ষরিপো্র্ট ডটকম । ৬ সেপ্টেম্বর ২০১৬
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে একটি বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানান।
এর আগে নিয়মিত চেকআপের অংশ হিসেবে গত ৩ সেপ্টেম্বর সিঙ্গাপুরে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্ত্রী রাহাত আরা বেগমও মির্জা ফখরুলের সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছিলেন।