মাদরাসা নয়, জঙ্গি আসছে ইংলিশ মিডিয়াম থেকে : কামরুল

শীর্ষরিপো্র্ট ডটকম। ২৩  জুলাই  ২০১৬

মাদরাসা নয়, জঙ্গি আসছে ইংলিশ মিডিয়াম থেকে : কামরুল

মাদরাসা নয়, জঙ্গি আসছে ইংলিশ মিডিয়াম থেকে : কামরুল

কওমী মাদরাসা নয়, জঙ্গি আসছে ইংলিশ মিডিয়াম থেকে এমন মন্তব্য করেছেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ আইনজীবী সহকারীদের অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় করে একথা বলেন তিনি।

জঙ্গি উত্থানের বিষয়ে তিনি বলেন, আগে সবার আঙুল ছিল কওমী মাদরাসার দিকে। এখন ইংলিশ মিডিয়াম থেকে আসছে তারা। ওরা আমাদের তরুণদের বিভ্রান্ত করে কাজ করছে।

খাদ্যমন্ত্রী বলেন, ‘সবাই সবাইকে লক্ষ্য করবেন। বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের ষড়যন্ত্রকারীরা একত্র হয়ে কাজ করছে।’

তিনি বলেন, ‘বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের চরিত্র ভিন্ন। বিভিন্ন দেশ আইএস দমনের নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করতে চায়। তবে এ ধরণের কোনো সহায়তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিবেন না।’

কামরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সঙ্গে যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীরা জড়িত। এর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে  ঝাঁপিয়ে পড়তে হবে।

কামরুল ইসলাম বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইকে আমরা রাজনীতিকরণ করতে চাই না। সবাইকে সঙ্গে নিয়েই এই যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের নেতা শেখ হাসিনা। তারা (বিএনপি) জামায়াতকে বাদ দিয়ে আসলে এবং শেখ হাসিনাকে নেতা মানলে বিবেচনা করা হবে তাদের নেওয়া যায় কি না।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী খুব দ্রুতই এসব হামলার পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতারাও বেরিয়ে আসবে বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী।

তারেক রহমানের বিরুদ্ধে রায় নিয়ে তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার হাইকোর্টে যুগান্তকারী রায় হয়েছে। এর আগে নিম্ন আদালতকে প্রভাবিত করে খালাসের রায় নিয়েছিল। এখন আমরা সঠিক রায় পেয়েছি।’

আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোহাম্মদ নুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক।

এছাড়া আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জেড আই খান পান্না প্রমুখ। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন।

 

Related posts