মধ্যবর্তী নয়, জাতীয় নির্বাচন চায় বিএনপি

শীর্ষরিপো্র্ট ডটকম । ২৫  সেপ্টেম্বর ২০১৬

মধ্যবর্তী নয়, জাতীয় নির্বাচন চায় বিএনপি

মধ্যবর্তী নয়, জাতীয় নির্বাচন চায় বিএনপি

মধ্যবর্তী নির্বাচন নয়, বিএনপি সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন চায়।

বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালন করা ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ কথা জানিয়েছেন।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শাসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘আমরা মধ্যবর্তী নির্বাচন চাই না। কেননা ২০১৪ সালের ৫ জানুয়ারির তামাশার নির্বাচনে জোর করে রাষ্ট্রক্ষমতা দখলকারীদের অধীনে মধ্যবর্তী নির্বাচনই শুধু নয়, বরং জাতীয় নির্বাচনও আমরা চাই না। আমরা চাই, সরকার দলীয় ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি নয়, বরং জনগণের দ্বারা নির্বাচিত সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের পর একটি নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন।’

বিএনপিকে ‘বিষধর সাপ’ হিসেবে আখ্যায়িত করে ক্ষমতাসীন দলের নেতা হাছান মাহমুদের বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন,  ‘তাদের নেত্রীকে (শেখ হাসিনা) খুশি রাখতে আওয়ামী লীগের কতিপয় মন্ত্রী-নেতা লাগাতার মিথ্যা, জঘন্য, কুরুচিপূর্ণ, অশ্লীল ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য রাখছেন।’

তিনি বলেন, ‘বিষধর সাপ আওয়ামী লীগ নাকি বিএনপি, তা জনগণ হাড়েহাড়েই টের পাচ্ছে। বিএনপি সম্পর্কে কতিপয় আওয়ামী হাইব্রিড নেতাদের তিরস্কার ও ভবিষ্যৎবাণী সত্যিই জনগণের নিকট হাস্যকর ও পাগলামী ছাড়া কিছু নয়।’

বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান ‘জামিন সত্ত্বেও’ তাকে শ্যোন অ্যারেস্ট করায় এর নিন্দা ও প্রতিবাদ জানান শামসুজ্জামান দুদু। তিনি অবিলম্বে মান্নানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

রামপাল কয়লাভিত্তিক বিদ্যূৎ প্রকল্প বাতিল করার জন্য ইউনেসকোর সুপারিশের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে তাতে সুন্দরবনের অপূরণীয় ক্ষতি হবে উল্লেখ করে প্রকল্পটি নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে। কিন্তু সম্পূর্ণ গায়ের জোরে এবং জনস্বার্থ ও সুন্দরবনের ঝুঁকিকে পাত্তা না দিয়ে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণে সরকারের অনড় অবস্থান গোটা জাতিকে হতবাক ও বিস্মিত করেছে।’

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনে সরকারের একগুঁয়েমি মনোভাবের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান শামসুজ্জামান দুদু।

 

 

 

Related posts