ভিশন-২০৩০ নিয়ে ১০ মে খালেদার সংবাদ সম্মেলন

শীর্ষরিপো্র্ট ডটকম । ৬মে  ২০১৭

ভিশন-২০৩০ নিয়ে ১০ মে খালেদার সংবাদ সম্মেলন

ভিশন-২০৩০ নিয়ে ১০ মে খালেদার সংবাদ সম্মেলন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ নিয়ে বিস্তারিত তুলে ধরতে আগামী ১০ মে (বুধবার) সংবাদ সম্মেলন ডেকেছেন ।

ওইদিন রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন করবেন তিনি।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংবাদ সম্মেলনে সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হবে।

এরআগে শুক্রবার দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিডিয়াতে এসে গেছে আগামী ১০ তারিখে ভিশন-২০৩০ এর উপরে আমাদের চেয়ারপারসন প্রেস কনফারেন্স করবেন। এটা এখনো আমরা নিশ্চিত নই, স্থান নির্ধারণের ওপর এটা নির্ভর করবে। তবে খুব শিগগিরই এটা হবে।

তিনি এ সময় আরও বলেন, এতে ভিশন-২০৩০ থাকবে। যার আউট লাইন আমরা আগেই দিয়েছি, এটার এখন ডিটেইলস (বিস্তারিত) দেয়া হবে। এটার সঙ্গে নির্বাচনী মেনিফেস্টোর কোনো সম্পর্ক নেই। এটার সঙ্গে সহায়ক সরকারের রুপরেখার কোনো সম্পর্ক নেই।

 

Related posts