শীর্ষরিপো্র্ট ডটকম । ৬মে ২০১৭
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ নিয়ে বিস্তারিত তুলে ধরতে আগামী ১০ মে (বুধবার) সংবাদ সম্মেলন ডেকেছেন ।
ওইদিন রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন করবেন তিনি।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংবাদ সম্মেলনে সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হবে।
এরআগে শুক্রবার দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিডিয়াতে এসে গেছে আগামী ১০ তারিখে ভিশন-২০৩০ এর উপরে আমাদের চেয়ারপারসন প্রেস কনফারেন্স করবেন। এটা এখনো আমরা নিশ্চিত নই, স্থান নির্ধারণের ওপর এটা নির্ভর করবে। তবে খুব শিগগিরই এটা হবে।
তিনি এ সময় আরও বলেন, এতে ভিশন-২০৩০ থাকবে। যার আউট লাইন আমরা আগেই দিয়েছি, এটার এখন ডিটেইলস (বিস্তারিত) দেয়া হবে। এটার সঙ্গে নির্বাচনী মেনিফেস্টোর কোনো সম্পর্ক নেই। এটার সঙ্গে সহায়ক সরকারের রুপরেখার কোনো সম্পর্ক নেই।