ভারতে চালু হচ্ছে কাগজের নোটের পরিবর্তে প্লাস্টিকের নোট

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১০  ডিসেম্বর  ২০১৬

 

ভারতে চালু হচ্ছে কাগজের নোটের পরিবর্তে প্লাস্টিকের নোট

ভারতে চালু হচ্ছে কাগজের নোটের পরিবর্তে প্লাস্টিকের নোট

কাগজের নোটের পরিবর্তে পরীক্ষামূলক ভাবে ভারতে প্লাস্টিকের নোট ছাড়তে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সে মতো কাজও শুরু হয়ে গিয়েছে। শুক্রবার লোকসভায় এক লিখিত জবাবে  এ কথা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি জানিয়েছেন, সরকার এই সিদ্ধান্তের কথা ২০১৪ সালের ফেব্রুয়ারিতেই সংসদে জানিয়েছিল। তখনই জানানো হয়, একশো কোটি ১০ টাকার প্লাস্টিকের নোট পরীক্ষামূলক ভাবে দেশের পাঁচটি শহরে দেওয়া হবে। এই পাঁচ শহরের মধ্যে রয়েছে কোচি, মহীশূর, জয়পুর, সিমলা এবং ভুবনেশ্বর। অর্জুন রাম জানিয়েছেন, এই নোট তৈরির যাবতীয় উপাদান সংগ্রহের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অর্থমন্ত্রকের ব্যাখ্যা- প্লাস্টিক নোটের গড় আয়ু প্রায় পাঁচ বছর আর এই নোট নকল করাও কঠিন। শুধু তাই নয়, এই নোট পরিস্কার করেও নেওয়া যাবে। অস্ট্রেলিয়ায় প্রথম প্লাস্টিকের নোট ছাপা হয়েছিল। বাংলাদেশও পরীক্ষামূলকভাবে প্লাস্টিকের নোট একবার ছেপেছিল।

 

Related posts